দ্যা ডেইলি স্টার এবং এসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশের (এবিবি) যৌথ আয়োজনে, ‘ডিজিটাল বাংলাদেশের জন্যে পেমেন্ট ইকোসিস্টেম নির্মান- প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজধানীর হোটেল ওয়েস্টিনে।
আন্তঃচালিত, নিরাপদ এবং সকল উদ্যোক্তাদের জন্যে সমান সুবিধা নিয়ে বাংলাদেশে একটি পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে গোল টেবিল বৈঠকে আলোচনা করা হয়। শুধু মাত্র ন্যাশনাল পেমেন্ট সুইচ ব্যবহার বাধ্যতামূলক না করে বরং দেশীয় পিওএস এবং এটিএম ট্রানসেকশন ব্যবহারের ব্যাপারে স্বিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোতে পছন্দ নির্ধারণ করার সুবিধা তৈরি করে দিতে সভায় আলোচনা করা হয়। এছাড়াও আলোচনায় বলা হয় সিঙ্গেল পেমেন্ট অব ফেইলার সবসময়ই ঝুঁকিপূর্ণ। যেখানে পেমেন্ট ইকো সিস্টেমে মাল্টিপল ফল ব্যাক পছন্দ করতে পারলে ভাল।
প্যানেল আলোচনায় বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, ব্যাংকিং খাতের কর্তা ব্যক্তিরা এবং দেশ ও বিদেশের বিভিন্ন কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন।
ওয়াশিংটন ডিসি’র এফটিআই কনসালটিংয়ের পাবলিক পলিসি উপদেষ্টা টম ক্রফোর্ড গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এশিয়া প্যাসিফিক লিড এ্যাট বেটার দ্যান ক্যাশ এলায়েন্সের দিয়ান্নে রাজারত্মামও বৈঠকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পিয়াল ইসলাম।
পিয়াল ইসলামের সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে আরো উপস্খিত ছিলেন, এফবিসিসিআই এর সভাপতি মো. শফিকুল ইসলাম মহিউদ্দিন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকারসের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, দৈনিক ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
বিডি প্রতিদিন/হিমেল