রিয়েল এস্টেট কোম্পানি শান্তা হোল্ডিংস লিমিটেড'র তৃতীয় ও বনশ্রীর প্রথম কনডমিনিয়াম প্রকল্প 'দ্যা ভ্যনটেজ' সম্পন্ন করে হস্তান্তর করা হয়েছে। গত ২১ শে সেপ্টেম্বর শুক্রবার প্রকল্প প্রাঙ্গণে সকল অ্যাপার্টমেন্ট মালিকদের উপস্থিতিতে "মিট দ্য ওউনার্স" নামক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১০ ইউনিট সমৃদ্ধ এই কমপ্লেক্সটিতে রয়েছে আধুনিক লাইফ স্টাইলের সুবিধা। যেমন- সুপরিসর কমিউনিটি হল, অত্যাধুনিক জিম, বিলিয়ার্ড রুম, বাচ্চাদের খেলার জায়গা ইত্যাদি। এছাড়াও এখান থেকে হাতির ঝিলের নয়নাভিরাম দৃশ্যমান।
শান্তা এদেশে বসবাসের মান উন্নত করার জন্যে আরো আধুনিক স্থাপনা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিডি প্রতিদিন/এ মজুমদার