তথ্যপ্রযুক্তি খাতে অবদান রেখে চলা নারীদের অর্জনকে সম্মান জানাচ্ছে বেসিস সফটএক্সপো। সফটএক্সপোর উইমেন জোনে উঠে আসবে তাদের সাফল্যগাঁথা।
বেসিস সফটএক্সপো ২০১৯'এ প্রথমবারের মতো ৬টি নারীদের দ্বারা পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সেবা ও পণ্য প্রদর্শনের সুযোগ পাবেন। পাশাপাশি, বেসিস সফটএক্সপোতে উইমেন জোনের অংশিজন ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এবং কমনওয়েলথের যৌথ উদ্যোগে পরিচালিত 'শি-ট্রেডস' প্রকল্প আরো ৮টি নারীদের দ্বারা পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে সেবা ও পণ্য প্রদর্শনের সুযোগ করে দিচ্ছে।
এছাড়া যে কোন সময় বেসিসের উইমেনস ফোরামে যোগাযোগের মাধ্যমে বেসিস সদস্য, সদস্য ব্যাতীত যে কোন প্রতিষ্ঠান, ব্যক্তিবিশেষ এমনকি শিক্ষার্থীরাও সফটওয়্যার সংক্রান্ত কাজ বা ব্যবসা সম্পর্কে তথ্য নিতে পারবেন।
এ বিষয়ে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ. রহমান বলেন, বর্তমানে পুরুষের পাশাপাশি নারীরাও সফটওয়্যার ও টেকনোলজি খাতে সমান অবদান রাখছেন। অন্যান্য যে কোন ব্যবসার চেয়ে সফটওয়্যার ব্যবসায় চিন্তার প্রতিফলন খুব দ্রুত পাওয়া যায়। তাই উদ্যোগী ও সৃজনশীল নারীদের জন্য যে কোন সহায়তা করবে বেসিস।
সফটএক্সপো ২০১৯-এর প্রদর্শনী এলাকার ১০টি জোনের মধ্যে উইমেন জোন অন্যতম। আগ্রহী যে কেউ বেসিস সফটএক্সপোর ওয়েবসাইটে (http://softexpo.com.bd/) গিয়ে নিবন্ধন করে বিনামূল্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ