রাজধানীতে পল্টন থানা কমপ্লেক্সের ভেতরে ট্রাফিক পুলিশের একটি ভবনের ছাদ থেকে গতকাল মঙ্গলবার উদ্ধার করা অজ্ঞাতনামা মস্তকবিহীন লাশটি বিএনপির মাঠ পর্যায়ের এক কর্মীর বলে দাবি করেছেন যশোরের বিএনপি নেত্রী সাবিরা নাজমুল। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে লাশ এবং জামা-কাপড় দেখে তারা এ দাবি করেন। তারা জানান, মৃত ব্যক্তির নাম নান্নু মুন্সি (৪২)। তার বাড়ি যশোরের ঝিকরগাছা থানায়।
জানা যায়, নান্নু মুন্সি গত সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে যোগ দিতে সমাবেশের আগের দিন ঢাকায় আসেন। তিনি ট্রাফিক ভবনের এক পুলিশের কাছে টাকা পেতেন। টাকা দেয়ার নাম করে সেই পুলিশ সদস্য নান্নুকে পুলিশ ভবনে ডেকে নিয়ে গেছে। এর পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল।
নান্নু মুন্সির স্ত্রীর ভাই জয়নাল আবেদিন লাশ শনাক্ত করে জানিয়েছেন, নান্নু মুন্সি কবিরাজি জানতেন। পুলিশের গাড়িচালক ও পুলিশ সদস্য শওকতের স্ত্রীর চিকিৎসা করতে তিনি প্রায়ই যশোর থেকে ঢাকা আসতেন।
নিহত নান্নু মুন্সির স্ত্রীর নাম বিউটি। তার টুম্পা (২১), রাব্বি (১৮) ও রাজ (৬) নামে তিন সন্তান রয়েছে।