সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ

শ্রীপুরে বেহাল রাস্তার কাজ শুরু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে বেহাল রাস্তার কাজ শুরু

জৈনা-কাওরাইদ সড়কের সংস্কার কাজ চলছে —বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর দ্রুতগতিতে সাময়িক সংস্কার কাজ শুরু হয়েছে জৈনা-কাওরাইদ সড়কের আধা কিলোমিটার চলাচল অনুপযোগী রাস্তা। ঈদের আগেই রাস্তাটির কাজ শেষ হবে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা প্রকৌশলী সুজায়েত হোসেন। তিনি জানান, মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে টেন্ডারের জন্য অপেক্ষা করিনি। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবদুল জলিল পরিষদের তহবিল থেকে বিশেষ বরাদ্দ দিয়ে রাস্তা চলাচলের অনুপযোগী অংশ সংস্কার করছেন। প্রয়োজনের অতিরিক্ত জনবল লাগিয়ে ইট বিছিয়ে দ্রুত সংস্কার কাজ চলছে। ঈদের আগেই অনুপযোগী এ রাস্তাটি সংস্কার কাজ শেষ হবে। শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম মোড়ল বলেন, জৈনা-কাওরাইদ সড়কটি প্রায় তিন-চার মাস ধরে ভাঙাচোরা অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি। বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশ হওয়ার পরই কর্তৃপক্ষের টনক নড়ে। প্রসঙ্গত, গতকাল বাংলাদেশ প্রতিদিনের দেশ গ্রাম পাতায় ‘আধা কিলোমিটার রাস্তায় যত দুর্ভোগ’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

সর্বশেষ খবর