বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
স্বীকারোক্তিমূলক জবানবন্দি

দুষ্টামি করায় শিশু আল-আমিনকে গলা টিপে হত্যা করেন চাচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চাচি আলমতাজ বেগমের বাসায় গিয়ে দুষ্টামি করছিল চার বছরের শিশু আল-আমিন। নিষেধ করার পরও দুষ্টামি না থামানোয় আল-আমিনকে চড় মারলে সে দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে আহত হয়। এরপর কান্না করছিল। বারবার কান্না থামাতে বললেও শিশুটি কান্না করেই যাচ্ছিল। একপর্যায়ে শিশুটির গলাচেপে ধরেন আলমজাত। এতে সে নিস্তেজ হয়ে পড়ে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর আল-আমিনকে দোতলার খাটের নিচে লাকড়ির স্তূপের মধ্যে লুকিয়ে রাখে। পুলিশের জিজ্ঞাসাবাদে এভাবেই আল-আমিনকে হত্যার বর্ণনা দিয়েছে চাচি আলমতাজ। গতকাল আল-আমিন হত্যার দায় স্বীকার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আলমতাজ বেগম। উল্লেখ্য, সোমবার সকালে নগরীর পলাশপুর গুচ্ছগ্রামের বাসা থেকে বাইরে বের হয়ে নিখোঁজ হয় আল-আমিন। পরদিন শিশু নিখোঁজের বিষয়ে আল-আমিনের বাবা সুজন তার ভাই সুমনের বাসায় আলোচনায় বসে। সেখানে ঘরের মেঝেতে রক্তের দাগের উত্স্য খুঁজতে গিয়ে খাটের নিচে আল-আমিনের লাশ দেখতে পান।

সর্বশেষ খবর