রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ১২

প্রতিদিন ডেস্ক

খুলনা, চট্টগ্রাম, ঢাকার সাভার, ফরিদপুরের ভাঙ্গা, ঝালকাঠি, গোপালগঞ্জ, বাগেরহাট ও নোয়াখালীতে সড়কে প্রাণ গেছে দুই ভাইসহ ১২ জনের। বৃহস্পতিবার রাত থেকে গতকাল পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— খুলনা : ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন— সাতক্ষীরার তালা উপজেলার ওহেদুজ্জামান ও রাহাতুজ্জামান। ডুমুরিয়ার ঝিলেরডাঙ্গায় গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রিয়া নামে এক শিশু (৪) নিহত হয়েছে। এ ঘটনায় তার মা রূপালি বেগম গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাতে উপজেলার কদমরসুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে আনোয়ারা উপজেলার চৌমুহনী এলাকায় ট্রাক বাসকে ধাক্কা দিলে বাসচালক সিরাজুল হক নিহত হন। এ সময় আহত হয়েছেন পাঁচজন। সাভার : পৃথক সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল ও ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আশুলিয়ার নয়ারহাট এলাকার স্টারলিংক গার্মেন্টের নিরাপত্তাকর্মী বেলায়েত হোসেন ও সাভারের উলাইল এলাকার আল-মুসলিম গ্রুপের পোশাক কারখানার প্রমিক শাহিন হোসেন।  ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় ঢাকাগামী পিকআপের সঙ্গে টেকেরহাটগামী লোকাল বাসের সংঘর্ষ হলে পিকআপচালক আবুল হোসেন ঘটনস্থলেই নিহত হন। ফরিদপুর মেডিকেলে গতকাল ভোররাতে মারা যান হেলপার শাহ আলী। ঝালকাঠি : কাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সেন্টারের হাট এলাকায় গতকাল যাত্রিবাহী টেম্পো উল্টে এক দিনমজুর নিহত হয়েছেন। নেছার উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে। গোপালগঞ্জ  : কাশিয়ানীতে ট্রাকচাপায় সিরাজুল ইসলাম নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। সিরাজুল ঢাকা তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ছিলেন। বাগেরহাট : জেলার মোল্লাহাটে দুই বাসের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহত  শাহাদাতের বাড়ি খুলনার রূপসা উপজেলা। নোয়াখালী : কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় জিহাদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জিহাদ মালিপাড়া গ্রামের বাটু মিয়ার ছেলে। এছাড়া সড়ক দুর্ঘটনায় বরিশালের গৌরনদী এবং নাটোরের বড়াইগ্রামে আহত হয়েছেন ২০ জন।  ষ আরও খবর পেছনের পৃষ্ঠায়

সর্বশেষ খবর