খুলনা, চট্টগ্রাম, ঢাকার সাভার, ফরিদপুরের ভাঙ্গা, ঝালকাঠি, গোপালগঞ্জ, বাগেরহাট ও নোয়াখালীতে সড়কে প্রাণ গেছে দুই ভাইসহ ১২ জনের। বৃহস্পতিবার রাত থেকে গতকাল পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— খুলনা : ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন— সাতক্ষীরার তালা উপজেলার ওহেদুজ্জামান ও রাহাতুজ্জামান। ডুমুরিয়ার ঝিলেরডাঙ্গায় গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রিয়া নামে এক শিশু (৪) নিহত হয়েছে। এ ঘটনায় তার মা রূপালি বেগম গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাতে উপজেলার কদমরসুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে আনোয়ারা উপজেলার চৌমুহনী এলাকায় ট্রাক বাসকে ধাক্কা দিলে বাসচালক সিরাজুল হক নিহত হন। এ সময় আহত হয়েছেন পাঁচজন। সাভার : পৃথক সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল ও ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আশুলিয়ার নয়ারহাট এলাকার স্টারলিংক গার্মেন্টের নিরাপত্তাকর্মী বেলায়েত হোসেন ও সাভারের উলাইল এলাকার আল-মুসলিম গ্রুপের পোশাক কারখানার প্রমিক শাহিন হোসেন। ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় ঢাকাগামী পিকআপের সঙ্গে টেকেরহাটগামী লোকাল বাসের সংঘর্ষ হলে পিকআপচালক আবুল হোসেন ঘটনস্থলেই নিহত হন। ফরিদপুর মেডিকেলে গতকাল ভোররাতে মারা যান হেলপার শাহ আলী। ঝালকাঠি : কাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সেন্টারের হাট এলাকায় গতকাল যাত্রিবাহী টেম্পো উল্টে এক দিনমজুর নিহত হয়েছেন। নেছার উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে। গোপালগঞ্জ : কাশিয়ানীতে ট্রাকচাপায় সিরাজুল ইসলাম নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। সিরাজুল ঢাকা তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ছিলেন। বাগেরহাট : জেলার মোল্লাহাটে দুই বাসের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহত শাহাদাতের বাড়ি খুলনার রূপসা উপজেলা। নোয়াখালী : কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় জিহাদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জিহাদ মালিপাড়া গ্রামের বাটু মিয়ার ছেলে। এছাড়া সড়ক দুর্ঘটনায় বরিশালের গৌরনদী এবং নাটোরের বড়াইগ্রামে আহত হয়েছেন ২০ জন। ষ আরও খবর পেছনের পৃষ্ঠায়
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ১২
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর