সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
নবান্ন মেলা

বগুড়ায় মাছের মেলায় ২০ কেজির বাঘাইর

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় মাছের মেলায় ২০ কেজির বাঘাইর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলীতে নবান্ন উপলক্ষে গতকাল দেশ বিদেশি হরেক রকম মাছের মেলা বসে। এতে দূর-দূরান্ত থেকে অনেক মানুষের আগমন ঘটে —বাংলাদেশ প্রতিদিন

বগুড়ার শিবগঞ্জের উথলীতে গতকাল নবান্ন উৎসবে বসেছিল মাছের মেলা। মেলায় বিক্রি হয়েছে ২০ কেজি ওজনের বাঘাইড় থেকে শুরু করে বিভিন্ন সাইজের হরেক রকম মাছ। বড়বড় বাঘাইড়, রুই-কাতলা ও চিতল মাছগুলো ১ হাজার থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হলেও মাঝারি আকারের মাছ ৩০০ টাকা থেকে সাড়ে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া ২০০-৪৫০ টাকা দরে ব্রিগেড ও সিলভার কাপ মাছ বেচাকেনা হয়। প্রায় ২০০ বছরের প্রাচীন উথলী মাছের মেলাকে ঘিরে এখানে বসেছিল আশেপাশের ২০ গ্রামের স্বজনদের নিয়ে মিলনমেলা। উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্লাপুর, বেড়াবালা, আকনপাড়া, গরীবপুর, দেবীপুর, গুজিয়া, মেদেনীপাড়া, বাকশন, গনেশপুর, রহবল শিবগঞ্জসহ প্রায় ২০ গ্রামের মানুষের ঘরে ঘরে ছিল নবান্ন উৎসবের আয়োজন। প্রতিটি বাড়িতেই মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনদের আগে থেকেই নিমন্ত্রণ করা হয়েছিল। পরিবারের সবাইকে নিয়ে তারা নতুন ধানের নবান্ন উৎসবে মেতে ওঠেন। উথলীতে মাছের মেলা বসলেও জমি  থেকে নতুন তোলা অন্যান্য শাক-সবজির পসরাও সাজানো হয়।

সর্বশেষ খবর