মঙ্গলবার, ১৪ মে, ২০১৯ ০০:০০ টা

কিশোরীকে পুড়িয়ে হত্যা মামলায় যাবজ্জীবন ২

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণে নিলুফা আক্তার নামে এক কিশোরীকে পুড়িয়ে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এমএ আউয়াল গতকাল এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আবু তালেব কারাবন্দী। অপর আসামি জ্যোৎস্না পলাতক। আদালত সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার মাতাইনকোট গ্রামের মকবুল আহমেদের ছেলে আবু তালেব একই গ্রামের নিলুফা আক্তারকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। একপর্যায়ে কিশোরী অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। নিলুফা বিয়ের জন্য আবু তালেবকে চাপ সৃষ্টি করে। ২০১১ সালের ২৩ জানুয়ারি সন্ধ্যায় আবু তালেব নিলুফাকে ঘর থেকে             ডেকে নিয়ে আসে। এ সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী একই বাড়ির আব্দুর রহমানের স্ত্রী জ্যোৎস্না নিলুফার মুখ চেপে ধরে এবং আবু তালেব তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

 

 

সর্বশেষ খবর