শিরোনাম
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

তবুও চাকরিতে বহাল তিনি!

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আদালতের রায়ে দন্ডিত হওয়ার পরও চাকরিতে বহাল তবিয়তে রয়েছেন এক উপসহকারী প্রকৌশলী। এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। দন্ডিত ব্যক্তি হলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দুর্যোগব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান। আদালতের রায়কে ব্যক্তিগত মামলার রায় উল্লেখ করে তিনি বলেন, বাদীর সঙ্গে আপস করা হয়েছে। একটি প্রতারণা মামলায় মেহেদী হাসানের বিরুদ্ধে গত ২১ জুলাই আদালত এক বছর বিনাশ্রম কারাদন্ড ও তিন লাখ টাকা জরিমানা করে। ৬ আগস্ট তিনি জামিনে ছাড়া পান। তার বিরুদ্ধে আরও একটি মামলা চলমান রয়েছে আদালতে।

প্রশাসনিক ট্রাইব্যুনাল বগুড়া অঞ্চলের সাবেক জিপি ও সাবেক এমপি অ্যাডভোকেট শাজাহান আলী তালুকদার জানান, ফৌজদারি মামলায় কোনো সরকারি কর্মচারীর দন্ড হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, সরকারি চাকরিজীবী কোনো মামলায় দন্ডপ্রাপ্ত হলে এবং তা অবগত হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর