শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পাল্টাপাল্টি মামলায় গ্রেফতার ১০

নাটোর প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুরুদাসপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গতকাল বিকালে ১০ জনকে গ্রেফতার করে নাটোর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ওই সংঘর্ষ হয়। এ ঘটনায় যুবলীগ নেতা সোহেল রানা বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ নেতা মিন্টু গ্রুপের আবদুল লতিফ বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করেছেন। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। চাপিলা ইউনিয়নের মৃত মোজাহার আলীর ছেলে ইউনিয়ন যুবলীগ সভাপতি পদ প্রত্যাশী সোহেল রানা এবং আবদুল লতিফ বিশ্বাসের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোক্তাদিরুল ইসলাম মিন্টু বিশ্বাসের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় বাড়িঘর ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার রাতেই মিন্টু গ্রুপের হাসান জাহিদ, জাকির হোসেন, সুমন, নাদিম মোস্তফা, তারেক, বাবু, বুলবুল ও ইয়াকুব বিশ^াস এবং সোহেল রানা গ্রুপের আহাদ আলী ও সম্রাটকে গ্রেফতার করে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর