শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রত্যাশা ভক্তদের

সারা দেশে সরস্বতী পূজা উদযাপন

প্রতিদিন ডেস্ক

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ভক্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা করে জ্ঞানের দেবী সরস্বতীর আরাধনা করেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

বরিশাল : বরিশালে সবচেয়ে বড় পূূজার আয়োজন হয়েছে বিএম কলেজে। বিভিন্ন বিভাগের অংশগ্রহণে কলেজ মাঠে একযোগে ২৩টি পূজা মন্ডপে চলে পূজা অর্চনা। গোপালগঞ্জ : কোটালীপাড়ার আমবাড়ী গ্রামের রাধাগবিন্দ ও গণেশ পাগল সেবাশ্রম ৫৫ ফুট উচ্চতার প্রতিমায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এই পূজা দেখার জন্য স্থানীয়রা ছাড়াও বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা আসেন। রাঙামাটি : কিল্লামুড়া ত্রিপুরা পল্লীতে সকালে ত্রিপুরা সম্প্রদায়ের ১২০ জন শিক্ষার্থীকে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম। প্রধান অতিথি ছিলেন ঝিনুক ত্রিপুরা।  দিনাজপুর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ড. বিধান চন্দ্র হালদার। সভাপতিত্ব করেন  ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস। চাঁপাইনবাবগঞ্জ : সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ও শাহনেয়ামতুল্লাহ কলেজের অস্থায়ী মন্ডপে সরস্বতী চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শিক্ষার্থীরা। বগুড়া : বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিভিন্ন মন্ডপে পূজায় যায়। এ ছাড়াও পাড়া-মহল্লায় শিক্ষার্থীরা পূজা অর্চনা করে।

সর্বশেষ খবর