শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
আত্রাই হিসাবরক্ষণ অফিস

দুজন কর্মকর্তা দিয়ে চলছে কার্যক্রম

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলা হিসাবরক্ষণ অফিসের কার্যক্রম চলছে মাত্র দুজন লোক দিয়ে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা। প্রতিদিন শত শত লোক বেতন-ভাতাসহ অন্যান্য বিল অনুমোদন ছাড়াও নানা কাজে এ অফিসে আসেন। সাতটি পদের বিপরীতে একজন অফিসার এবং একজন অডিটর দিয়ে চলছে জনগুরুত্বপূর্ণ এ অফিস।

উপজেলার প্রায় ৯০০ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন, ৫৫০ জন পেনশনধারীর বিল, টিআর, কাবিখা, অনুদান বিল ও জিপিএফসহ দেড় হাজারের বেশি বিল এ অফিস থেকে অনুমোদন হয়। একজন অডিটর এ সব বিল প্রস্তুত ও ছাড় করতে হিমশিম খাচ্ছেন। জানা যায়, এ অফিসে হিসাবরক্ষণ কর্মকর্তা একজন, অডিটর একজন, জুনিয়র অডিটর তিনজন, মুদ্রাক্ষরিক একজন ও অফিস সহায়ক একজনের পদ রয়েছে। তিনজন জুনিয়র অডিটর ও একজন মুদ্রাক্ষরিকের পদ শূন্য দীর্ঘদিন ধরে। জুনিয়র অডিটর ও মুদ্রাক্ষরিকের সব কাজ সামলাতে হচ্ছে একজন অডিটরকে। উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আব্দুল হামিদ বলেন, ‘চারজনের কাজ একা করতে হয়। শত কষ্টের পরও গ্রাহকদের যেন ভোগান্তি না হয় এ জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছি।’

সর্বশেষ খবর