রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চলার অনুপযোগী ২৫ গ্রামীণ সড়ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চলার অনুপযোগী ২৫ গ্রামীণ সড়ক

রাজশাহীতে খানাখন্দে ভরা একটি গ্রামীণ সড়ক -বাংলাদেশ প্রতিদিন

রাজশাহীর হরিয়ান থেকে দুর্গাপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তা এতটাই খারাপ যে, যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বাধ্য না হলে এ সড়ক ব্যবহার করেন না পথচারীরা।

রাজশাহীর মহেন্দ্রা বাজারের ব্যবসায়ী মুকুল হোসেন বলেন, হরিয়ান-দুর্গাপুর রাস্তা দিয়ে এখন তেমন যানবাহন চলে না। একেবারে বিপদে না পড়লে এ রাস্তা ব্যবহার করছে না মানুষ। রাস্তাটির এত খারাপ অবস্থা, তবু সংস্কারের উদ্যোগ নেই। ফলে দুর্ভোগের সীমা নেই সাধারণ মানুষের। শুধু এ রাস্তাই নয়, রাজশাহীর গ্রামাঞ্চলের সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খুবই খারাপ অবস্থা ২৫-৩০টি জনবহুল রাস্তার। দু-একটি সড়ক সংস্কার হলেও নিম্নমানের কাজ হওয়ায় এক মাসও থাকছে না কার্পেটিং। একই অবস্থা রাজশাহীর বায়া থেকে তানোর সড়কটির। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘গ্রামীণ সড়কগুলো সংস্কারের উদ্যোগ না থাকায় মানুষের কষ্ট দিন দিন বাড়ছে। আবার শুধু সংস্কার করলেই হবে না, কাজের মানও যেন ভালো হয় সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।’ তিনি জানান, নির্মাণ বা সংস্কারে অনিয়মের কারণেই রাজশাহীর গ্রামীণ সড়ক এখন বেহাল অবস্থায় পরিণত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর