সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

বন বিভাগের চারটি কার্যালয় পুড়ে ছাই

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে অগ্নিকান্ডে বন বিভাগের চারটি কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। এগুলো হলো- পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, উত্তর বন বিভাগ, অশ্রেণিভুক্ত বনাঞ্চল বিভাগ ও জুম নিয়ন্ত্রণ বন বিভাগ। গতকাল সকালে শহরের ফরেস্ট কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, রাঙামাটি শহরে গতকাল সকাল থেকে বিদ্যুৎ ছিল না। অফিসের কাজ করার জন্য জেনারেটর চালু করা হয়। জেনারেটর চলা অবস্থায় হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিটে তারে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন অফিসের চারপাশে ছড়িয়ে পড়ে। সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রাঙামাটি ফায়ার সার্ভিস সূত্র জানায়, এখনো ক্ষয়ক্ষতির হিসাব করা যায়নি। সংশ্লিষ্টরা বলছে, পুরানো নথি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়াসহ চার কার্যালয়ের ২ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর