রিকশাচালক অলিউল্লাহ। বাসা কুমিল্লা শহরতলির বউবাজারে। ১০ জনের পরিবার। সকাল ৮টায় বের হয়েছেন। ১০টা পর্যন্ত কোনো ভাড়া পাননি। বিরস বদনে বসে আছেন নগরীর কাপ্তান বাজারে। তিনি বলেন, ‘গত তিন-চার দিন ধইরা রাস্তায় মানুষ কম, তাই ভাড়া কম। আগে পাইতাম দিনে পাঁচ-ছয়শ’ টাকা। এহন পাই দুই-তিনশ’। হাওলাত-বরাত শুরু হইয়া গেছে। হুনছি সামনে রাস্তায় মানুষ নামব না। তহন কী করমু। বাইরে বাইর হইলে ভাইরাসে ধরব। ঘরে থাকলে না খাইয়া মরমু। কী করমু বুঝতে পারছি না।’ শ্রমিকদের সূত্র জানায়, কুমিল্লা নগরীতে রয়েছে ১০ হাজারের ওপর রিকশাচালক, ব্যাটারিচালিত ইজিবাইক আছে পাঁচ হাজারের মতো। সিএনজিচালিত অটোরিকশা আছে চার হাজারের ওপর। রেস্টুরেন্ট আছে সাড়ে তিন শতাধিক। প্রতিটি রেস্তোরাঁয় কর্মচারী আছে গড়ে ১৫ জন। ফুটপাথে বসা শরবত, চা, বাদাম, তালাচাবি বিক্রেতা আছে তিন শতাধিক। প্রত্যেকের পেছনে রয়েছে পরিবারের ৮-১০ জন সদস্য। স্থানীয় এবং উত্তরবঙ্গের দিনমজুর রয়েছে। প্রেস, বিপণিবিতানের শ্রমিক, হাসপাতালের স্টাফ অনেককে ছুটি দেওয়া হয়েছে। তারা সবাই দৈনিক আয়ের ওপর জীবিকা নির্বাহ করেন। জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, হতদরিদ্রদের জন্য সরকার টাকা ও খাদ্য বরাদ্দ করবে। বরাদ্দ এলে আশা করি সংকট কেটে যাবে।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
‘বাইরে ভাইরাস ঘরে অভাব’
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর