রিকশাচালক অলিউল্লাহ। বাসা কুমিল্লা শহরতলির বউবাজারে। ১০ জনের পরিবার। সকাল ৮টায় বের হয়েছেন। ১০টা পর্যন্ত কোনো ভাড়া পাননি। বিরস বদনে বসে আছেন নগরীর কাপ্তান বাজারে। তিনি বলেন, ‘গত তিন-চার দিন ধইরা রাস্তায় মানুষ কম, তাই ভাড়া কম। আগে পাইতাম দিনে পাঁচ-ছয়শ’ টাকা। এহন পাই দুই-তিনশ’। হাওলাত-বরাত শুরু হইয়া গেছে। হুনছি সামনে রাস্তায় মানুষ নামব না। তহন কী করমু। বাইরে বাইর হইলে ভাইরাসে ধরব। ঘরে থাকলে না খাইয়া মরমু। কী করমু বুঝতে পারছি না।’ শ্রমিকদের সূত্র জানায়, কুমিল্লা নগরীতে রয়েছে ১০ হাজারের ওপর রিকশাচালক, ব্যাটারিচালিত ইজিবাইক আছে পাঁচ হাজারের মতো। সিএনজিচালিত অটোরিকশা আছে চার হাজারের ওপর। রেস্টুরেন্ট আছে সাড়ে তিন শতাধিক। প্রতিটি রেস্তোরাঁয় কর্মচারী আছে গড়ে ১৫ জন। ফুটপাথে বসা শরবত, চা, বাদাম, তালাচাবি বিক্রেতা আছে তিন শতাধিক। প্রত্যেকের পেছনে রয়েছে পরিবারের ৮-১০ জন সদস্য। স্থানীয় এবং উত্তরবঙ্গের দিনমজুর রয়েছে। প্রেস, বিপণিবিতানের শ্রমিক, হাসপাতালের স্টাফ অনেককে ছুটি দেওয়া হয়েছে। তারা সবাই দৈনিক আয়ের ওপর জীবিকা নির্বাহ করেন। জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, হতদরিদ্রদের জন্য সরকার টাকা ও খাদ্য বরাদ্দ করবে। বরাদ্দ এলে আশা করি সংকট কেটে যাবে।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
‘বাইরে ভাইরাস ঘরে অভাব’
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর