মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
জেলেদের চাল বিক্রি

ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে জেলেদের ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় কমলাপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মনির রহমান মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ কমলাপুর ইউনিয়ন পরিষদে জেলেদের ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় জনপ্রতি চাল পরিমাণে কম দিয়ে ১০ বস্তা (৩৫০ কেজি) চাল নিয়ে চেয়ারম্যানের কাছের লোক বশির সিকদারের বাড়িতে রাখা হয়। গভীর রাতে ওই চাল বাজারের এক ব্যবসায়ীর কাছে নেওয়ার সময় চালসহ টমটম জব্দ এবং চালক জাকির ও ব্যবসায়ী সোহাগকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, চাল বিক্রির অভিযোগে কমলাপুর ইউনিয়ন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর