বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনাঝুঁকিতেও সীমান্তে মাদক পাচার

কুড়িগ্রাম প্রতিনিধি

করোনাঝুঁকির মধ্যেও কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর সীমান্ত দিয়ে চলছে মাদক পাচার। বিভিন্ন অভিনব পন্থায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা পাচার অব্যাহত রেখেছে। পুলিশ ও বিজিবি সদস্যরা প্রতিনিয়ত টহল দিলেও বন্ধ হচ্ছে তাদের তৎপরতা। মাদক ব্যবসায়ীর কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও জামিনে বেরিয়ে আবার তারা এ ব্যবসায় জড়াচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম আজাদ জানান, বিজিবি মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্সে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘আমরা গত দুই সপ্তাহে ২৪ হাজার কেজি গাঁজা ও ৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছি। একই সময় ৯ জনকে আটক করে থানায় সোপর্দ করেছি। মাদকের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।’ রাজিবপুর থানার ওসি গোলাম মোর্শেদ বলেন, গত দুই সপ্তাহে মাদকের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে নিয়ে পুলিশ ব্যস্ত থাকার সুযোগ নিচ্ছে মাদক ব্যবসায়ীরা। তবে তাদের আটক করে মাদকদ্রব্য আইনে মামলাও দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। তারপরও থামছেনা ইয়াবা পাচার।

সর্বশেষ খবর