সোমবার, ১৩ জুলাই, ২০২০ ০০:০০ টা
আটকের পর বন্দুকযুদ্ধে মৃত্যু

বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন

পাবনা প্রতিনিধি

পাবনায় আটক ছাত্রলীগ নেতাকে থানায় হত্যার পর বন্দুকযুদ্ধের নাটক সাজানো হয়েছে-অভিযোগ তুলে এ ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। গতকাল শহরের রামচন্দ্রপুরে ঢাকা-পাবনা মহাসড়কে কর্মসূচি পালন করেন তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয়দের পাশাপাশি জেলা আওয়ামী লীগ নেতারা অংশ নেন। মানববন্ধনে তানজীবের বাবা বাবু শেখ জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের চাঁদা খাঁ বাঁশতলা মোড় থেকে তানজীব ও তার পাঁচ বন্ধুকে আটক করে পুলিশ। আমি রাতে থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান তানজীব তাদের হেফাজতে আছেন। তার সঙ্গে দেখা করতে চাইলে ওসি বলেন, তানজীবকে জিজ্ঞাসাবাদের জন্য এসপি অফিসে নেওয়া হয়েছে। কাল আদালতে পাঠানো হবে। পরদিন সকালে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে তাকে হত্যা করে পুলিশ। তানজীবের বোন মিতু বলেন, আমার ভাই সন্ত্রাসী ছিল না। তার বিরুদ্ধে হত্যা মামলাও নেই। এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা পুলিশকে টাকা দিয়ে ভাইকে হত্যা করিয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ বলেন, ‘তানজীবের শরীরের রগ কাটা, মারপিটের চিহ্ন ছিল। থানা হেফাজতে নির্যাতনে তার মৃত্যু হওয়ায় ঘটনা আড়াল করতে পুলিশ বন্দুকযুদ্ধের নাটক সাজিয়েছে।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে জড়িতদের বিচার দাবি করেন। থানা হেফাজতে নয়, বন্দুকযুদ্ধেই তানজীবের মৃত্যু হয়েছে দাবি করেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। তিনি বলেন, তানজীব চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার চর শিবরামপুর এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তানজীব নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে উল্লেখ করে পরদিন সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় পুলিশ।

সর্বশেষ খবর