রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বরাদ্দের আলুবীজ বিতরণে অনিয়ম

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কুষ্টিয়া অঞ্চল অফিসে চলতি মৌসুমের বিশেষ বরাদ্দের আলু বীজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ বরাদ্দের ৫৫ মেট্রিক টন আলু নিবন্ধিত ডিলারদের মধ্যে সমবণ্টন না করে তিন প্রভাবশালীকে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ সাধারণ ডিলাররা। জানা যায়, বিএডিসির কুষ্টিয়া অঞ্চল অফিসের মাধ্যমে বৃহত্তর কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন কৃষিপণ্যের বীজ সরবরাহ করা হয়। চলতি আলু মৌসুমে এ অফিসের মাধ্যমে সরবরাহ করা হয় এক হাজার ৩৪৭ মেট্রিক টন আলু বীজ।

সর্বশেষ খবর