মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা
সাংবাদিক বুরহান হত্যা

গ্রেফতার বেলালের তিন দিনের রিমান্ড

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতার বেলাল উদ্দিনকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল জেলার ৪ নম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজান এ আদেশ দেন। এর আগে সকালে জেলা পিবিআইর পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ বেলালকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। বেলালকে রবিবার দুপুরে কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়ন থেকে গ্রেফতার করে পিবিআই। তিনি চরফকিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য। প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশির হাট পূর্ব আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়ে। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে সংঘর্ষের মুখে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান। চিকিৎসাধীন অবস্থায় ২০ ফেব্রুয়ারি মারা যান তিনি।

সর্বশেষ খবর