বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ০০:০০ টা
নর্দান মেডিকেল কলেজ

কাফনের কাপড় পড়ে সড়কে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে নর্দান (প্রা.) মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শরীরে কাফনের কাপড় জড়িয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। মাইগ্রেশনসহ বিভিন্ন দাবিতে গতকাল বেলা ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রংপুর মেডিকেল মোড়ে রংপুর-দিনাজপুর সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, রংপুরের নর্দান (প্রা.) মেডিকেল কলেজে কোনো হাসপাতাল নেই, শিক্ষক নেই। বিএমডিসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও নেই। তারপরও নেপাল থেকে আসা ৩২ জনসহ তিন শতাধিক শিক্ষার্থী এখানে লেখাপড়া করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বার বার আশ্বাস দেওয়ার পরও কোর্স পরিচালনার অনুমোদন আনতে পারেনি তারা। এমনকি যারা শেষবর্ষ সম্পন্ন করেছেন তাদের জন্য নেই ইন্টার্নশিপের ব্যবস্থা। ধার করা শিক্ষক দিয়ে পাঠদান করিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হচ্ছে।

সর্বশেষ খবর