সরকারি নির্দেশনায় কঠোর লকডাউনের মধ্যেও খোলা রয়েছে বেনাপোল কাস্টমস, আন্তর্জাতিক চেকপোস্ট, ব্যাংকসহ আমদানি ও রপ্তানির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সব দফতর। তবে যানবাহন বন্ধ থাকায় ভারত যাতায়াতকারীদের সংখ্যা অন্য সময়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, গত কয়েকদিন কাস্টমস হাউজে সিএন্ডএফ এজেন্টদের উপস্থিতি অন্যদিনের তুলনায় কম। তবে লকডাউনের প্রথম দিন রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে কাস্টম হাউস। পরের দিনগুলোতে রাজস্ব আদায় কিছুটা কমেছে। আমদানি ও রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক আছে বলে জানিয়েছেন কাস্টমস কমিশনার আজিজুর রহমান। জানা যায়, বেনাপোলে পালিত হচ্ছে ঢিলেঢালা লকডাউন। ভারত থেকে আসা পণ্যবোঝাই ট্রাকের চালক বা খালাসিদের মুখে নেই মাক্স। ফলে ঝুঁকি নিয়ে কাজ করছেন বন্দরের শ্রমিকরা। ভারতীয় ড্রাইভার ও খালাসিদের সঙ্গে বেনাপোল বন্দর শ্রমিকদের পণ্য লোড-আনলোডে সম্পৃক্ততার কারণে বন্দরজুড়ে ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে। অধিক করোনা সংক্রমিত দেশ ভারতের শ্রমিকদের অবাধ যাতায়াতে উদ্বিগ্ন বেনাপোল বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্টে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিরা। ভারতীয় অংশে গাড়ি জীবাণুমুক্ত করা হলেও বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় চালক ও খালাসিদের জন্য জীবাণুুমুক্ত হওয়ার কোনো ব্যবস্থা নেই। এদিকে বেনাপোলের বিভিন্ন বাজারে সকাল থেকেই দুপুর পর্যন্ত মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। আগের তুলনায় কম সংখ্যক ইজিবাইক, ভ্যান চললেও স্বাভাবিক সময়ের মতোই চলছে মোটরসাইকেল ও রিকশাভ্যান। মুদি ও কাঁচামালের বাজারের পাশাপাশি কেউ কেউ অন্য দোকানও খোলা রাখছে। পুলিশ দেখলেই অনেকে দোকান বন্ধ করে পালিয়ে যান। কিছুক্ষণের মধ্যে আবার দোকান খুলেন তারা। স্থানীয় বাজারে মাক্সবিহীন লোকের সংখ্যাই বেশি। গভীর রাত পর্যন্ত অযথা ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
করোনা ঝুঁকিতে বেনাপোল বন্দর
চলছে ঢিলেঢালা লকডাউন
বেনাপোল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর