সরকারি নির্দেশনায় কঠোর লকডাউনের মধ্যেও খোলা রয়েছে বেনাপোল কাস্টমস, আন্তর্জাতিক চেকপোস্ট, ব্যাংকসহ আমদানি ও রপ্তানির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সব দফতর। তবে যানবাহন বন্ধ থাকায় ভারত যাতায়াতকারীদের সংখ্যা অন্য সময়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, গত কয়েকদিন কাস্টমস হাউজে সিএন্ডএফ এজেন্টদের উপস্থিতি অন্যদিনের তুলনায় কম। তবে লকডাউনের প্রথম দিন রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে কাস্টম হাউস। পরের দিনগুলোতে রাজস্ব আদায় কিছুটা কমেছে। আমদানি ও রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক আছে বলে জানিয়েছেন কাস্টমস কমিশনার আজিজুর রহমান। জানা যায়, বেনাপোলে পালিত হচ্ছে ঢিলেঢালা লকডাউন। ভারত থেকে আসা পণ্যবোঝাই ট্রাকের চালক বা খালাসিদের মুখে নেই মাক্স। ফলে ঝুঁকি নিয়ে কাজ করছেন বন্দরের শ্রমিকরা। ভারতীয় ড্রাইভার ও খালাসিদের সঙ্গে বেনাপোল বন্দর শ্রমিকদের পণ্য লোড-আনলোডে সম্পৃক্ততার কারণে বন্দরজুড়ে ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে। অধিক করোনা সংক্রমিত দেশ ভারতের শ্রমিকদের অবাধ যাতায়াতে উদ্বিগ্ন বেনাপোল বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্টে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিরা। ভারতীয় অংশে গাড়ি জীবাণুমুক্ত করা হলেও বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় চালক ও খালাসিদের জন্য জীবাণুুমুক্ত হওয়ার কোনো ব্যবস্থা নেই। এদিকে বেনাপোলের বিভিন্ন বাজারে সকাল থেকেই দুপুর পর্যন্ত মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। আগের তুলনায় কম সংখ্যক ইজিবাইক, ভ্যান চললেও স্বাভাবিক সময়ের মতোই চলছে মোটরসাইকেল ও রিকশাভ্যান। মুদি ও কাঁচামালের বাজারের পাশাপাশি কেউ কেউ অন্য দোকানও খোলা রাখছে। পুলিশ দেখলেই অনেকে দোকান বন্ধ করে পালিয়ে যান। কিছুক্ষণের মধ্যে আবার দোকান খুলেন তারা। স্থানীয় বাজারে মাক্সবিহীন লোকের সংখ্যাই বেশি। গভীর রাত পর্যন্ত অযথা ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, ১০ বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ