ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পশ্চিম চুমুরদি গ্রামে কুমার নদের মাটি কাটা নিয়ে বিরোধের জেরে কয়েকজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আবারও হামলার ভয়ে এলাকা ছেড়েছে পাঁচ পরিবার। এ ঘটনা নিয়ে পাল্টাপাল্টি মামলাও হয়েছে। এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পশ্চিম চুমুরদী গ্রামের ওহিদ মিয়ার সঙ্গে বাবুল ও বাদল মাতুব্বরের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি সরকারিভাবে কুমার নদ খনন শুরু হয়। খনন করা মাটি রাখা হয় নদের উভয় পাড়ে। ওই মাটি বাবুল গংরা বিভিন্ন জনের কাছে বিক্রি করে আসছেন। এতে বাধা দেন ওহিদ মিয়া ও তার লোকজন। এর জেরে গত ১ মে প্রতিপক্ষের লোকজন ওহিদ মিয়ার ভাতিজা রবিউলকে বেদম মারপিট করে। পরবর্তীতে তারা ওহিদের বাড়িতে হামলা লুটপাট চালায়। ওহিদ মিয়ার সমর্থক হিলাল তার নিজ জমিতে গেলে প্রতিপক্ষের সমর্থকরা তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় গত ৩ মে ভাঙ্গা থানায় ১৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পর আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠে। তারা ওহিদ মিয়াকে মামলা তুলে নিয়ে নানাভাবে চাপ প্রয়োগ করে। এতে কাজ না হওয়ায় ওহিদ মিয়াসহ তার কয়েক সমর্থকের বিরুদ্ধে দেওয়া হয় পাল্টা মামলা। মামলা এবং প্রতিপক্ষের ফের হামলার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ওহিদ মিয়াসহ কয়েকটি পরিবার। ওহিদ মিয়া বলেন, আমিসহ আমার কয়েক সমর্থক পরিবার পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। যেখানে পালিয়ে রয়েছি সেখানের খোঁজ পেলে তারা আমাদের ওপর হামলা চালাতে পারে। এ জন্য ফরিদপুরের পুলিশ সুপারের কাছে আমাদের জীবনের নিরাপত্তার দাবি জানাচ্ছি। ওহিদ মিয়ার অভিযোগ মিথ্যা দাবি করে বাবুল মাতুব্বর বলেন, তারা আমাদের লোকজনকে মারপিট করেছে। এ বিষয়ে আমরা থানায় মামলা দিয়েছি। আমরা কাউকে হুমকি দেইনি। উল্টো তারাই আমাদের হয়রানি করছে। ভাঙ্গা থানা পুলিশ জানায়, কুমার নদের মাটি নিয়ে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষ মামলা করেছে।
শিরোনাম
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
নদের মাটি কাটা নিয়ে বিরোধে এলাকাছাড়া কয়েক পরিবার
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর