মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

চুরি যাওয়া নবজাতক ১৪ ঘণ্টার ব্যবধানে উদ্ধার করল পুলিশ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে ১৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৩টার দিকে সদরের ব্রাহ্মন্দী এলাকার চিত্তরঞ্জন মালাকারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গতকাল সংবাদ সম্মেলন করে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম¥দ রাসেল শেখ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রবিবার ওই নবজাতকের নানি রবিবার সকালে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তার দেখাতে যান। সিরিয়ালের জন্য শিশুটির নানি পরীবানু অপরিচিত এক নারীর কোলে বাচ্চাটি রেখে স্বজনদের ডাকতে যান। এর ফাঁকে দুদিন বয়সী নবজাতককে নিয়ে পালিয়ে যান সেই নারী। পরে দুপুরে চুরি হওয়া নবজাতকের নানি থানায় অভিযোগ করেন। এরপর রবিবার রাত সাড়ে ৩টার দিকে ব্রহ্মন্দী এলাকার চিত্তরঞ্জন মালাকারের বাড়িতে অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোহাম্মদ রাসেল শেখ বলেন, অভিযানের সময় যে নারী নবজাতকটিকে চুরি করেছে তাকে পাওয়া যায়নি। তবে যে নারীর কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে তাকে নজরদারিতে রাখা হয়েছে।

সর্বশেষ খবর