শিরোনাম
মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

দুই বছর কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

দুই বছর কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

কালিয়াকৈর উপজেলার নওপাইকা এলাকায় প্রায় আধা কিলোমিটার সড়ক সংস্কার কাজ দুই বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

উপজেলা প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, কালিয়াকৈরের সফিপুর থেকে মাঝুখান-লস্করচালা বাজার পর্যন্ত সড়কের রতনপুর-রায়েরচালা বাজার পর্যন্ত আট কিলোমিটার সংস্কার কাজের টেন্ডার পায় ডলি কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ। সড়কের বেশিরভাগ অংশের কাজ সম্পন্ন হলেও মাঝুখান পান্ডার মিল থেকে লস্করচালা বাজার এলাকা পর্যন্ত আধ কিলোমিটার বাদ রেখেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। ফলে দুই বছর ধরে কয়েক গ্রামের মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিন গিয়ে জানা যায়, সড়কের ওই আধা কিলোমিটারে মাটি ভরাট করে কার্পেটিং করার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান দুই পাশের নিচু জমি থেকে মাটি কেটে শিডিউল মোতাবেক উঁচু না করেই কাজ বন্ধ করে দেন। কাজ না করায় গত বছর বর্ষায় ওই অংশ পানির নিচে তলিয়ে যায়। স্থানীয় মধ্যপাড়া ইউপি সদস্য শাহিদা সুলতানা জানান, মেরামতের নামে দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কালিয়াকৈর উপজেলা প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী বিপ্লব পাল জানান, ওই সড়কের ঠিকাদার ডলি এন্টারপ্রাইজের মালিক নাসির উদ্দিনকে বারবার তাগাদা দেওয়ার পরও বাকি কাজ করেননি। তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। শিগগিরই অসমাপ্ত কাজ করার জন্য নতুন ঠিকাদারর নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। যথা সময়ে কাজ না করার জন্য ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর