বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

বিএনপির আর ক্ষমতায় আসার সুযোগ নেই : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বিএনপির আর পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই। ক্ষমতায় আসতে হলে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের মাধ্যমেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। গতকাল নড়িয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন। এনামুল হক শামীম বলেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে অরাজকতা সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা। তাদের জন্মটাই পেছনের দরজা দিয়ে এবং সে কারণেই তারা সবসময় পেছনের দরজা খোঁজে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ১৮ বার জাতিসংঘে ভাষণ দিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। চারবার প্রধানমন্ত্রী হয়েছেন। এ কারণেই বিশ্বনেতৃবৃন্দ বলেন, সততা, মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন।

-শরীয়তপুর প্রতিনিধি

নারী সাংবাদিককে মারধরের ঘটনায় মূল হোতা গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকারী নারী সাংবাদিককে মারধরের ঘটনায় মূলহোতা হাজী ওসমান গনিকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ এর সদর দফতরে অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে গত মঙ্গলবার   রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার আকবর নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ওই এলাকার হাজী সামাদ আলীর ছেলে। লে. কর্নেল তানভীর পাশা জানান,  গত ২৩ অক্টোবর ফতুল্লার বক্তাবলী এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতকারীদের হামলার শিকার হন বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির সাংবাদিক মনি ইসলাম (২৬)। ঘটনার দিন ওই সাংবাদিককে হামলাকারীরা তাদের এলাকায় খবর সংগ্রহ করতে দেখে উসকানিমূলক বিরূপ মন্তব্য করে এবং তার সঙ্গে অসদাচরণ করে। ভুক্তভোগী সাংবাদিক তাদের অসদাচরণের প্রতিবাদ করলে দুষ্কৃতকারীরা তাকে মারধর শুরু করে।

-নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর