শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণের মূল্য দাবি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নির্মাণাধীন রংপুর-হাটিকুমরুল-টাঙ্গাইল ছয় লেন মহাসড়কের মিঠাপুকুরে অধিগ্রহণ করা জমির ন্যায্যমূল্য পাচ্ছে না সড়কের দুই পাশের মানুষ। জমির ন্যায্যমূল্য নির্ধারণ ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। গতকাল ঢাকা-রংপুর মহাসড়কে শঠিবাড়ী বন্দর এলাকা থেকে ১ কিলোমিটার জুড়ে মানববন্ধন করেন বিক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী। অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, শঠিবাড়ী বন্দর উত্তরাঞ্চলের বৃহৎ বাণিজ্য কেন্দ্র। এই এলাকার জমির দাম বেশি। কিন্তু সরকার যে মূল্য নির্ধারণ করেছে। তা খুব কম। এ ছাড়া, অবকাঠামো এবং ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণও কম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফলে জমির মালিক ও ব্যবসায়ী চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই, জমির ন্যায্যমূল্য নির্ধারণ, অবকাঠামো ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

অন্যথায় কোনোভাবেই মহাসড়কে জমি ছেড়ে দেওয়া হবে না। প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ব্যবসায়ী আবদুল মতিন সরকার মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন শঠিবাড়ী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, অধ্যক্ষ হাশেম আলী, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিক, ব্যবসায়ী সুবল চন্দ্র মহন্ত, রিবু সরকার, ইউপি সদস্য মিজানুর রহমান, নাহিদ হাসান জেসি প্রমুখ।

সর্বশেষ খবর