রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দোকান বরাদ্দের টাকা বাজার কমিটির সভাপতির পকেটে

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে নবনির্মিত জেলা পরিষদ মার্কেটের ১৯টি দোকান বরাদ্দ দেওয়ার নামে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বাজার কমিটির সভাপতির বিরুদ্ধে। দোকানপ্রতি প্রায় ৪ লাখ টাকা করে আদায় করে কমিটির নামে দেওয়া হয়েছে রশিদ। জেলা পরিষদ দোকান ঘর বরাদ্দের জন্য টাকা দাবি করলে কমিটির সভাপতি কুতুব মল্লিকের অনিয়মের খবর বেরিয়ে আসে। টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করে কুতুব উদ্দিন মল্লিক বলেন, জেলা পরিষদের দোকান বরাদ্দের কোনো টাকা আমি নিইনি। এটা জেলা পরিষদের বিষয়। আমি জেলা পরিষদের কেউ না। সদ্য বিদায়ী জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল বলেন, দোকান বরাদ্দ পেতে নয়জন জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে টাকা দিয়েছেন। বাকি ১৯টি দোকানের টাকা কুতুব মল্লিকের কাছে আছে শুনেছি। আমরা কুতুবকে বার বার টাকা দিয়ে দেওয়ার জন্য বলেও কোনো লাভ হয়নি। ইত্যাদি হার্ডওয়ারের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম বলেন, জেলা পরিষদের দুটি দোকান বরাদ্দের জন্য প্রথম ধাপে ২ লাখ টাকা দিয়েছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর