কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ডজনখানেক আওয়ামী লীগ নেতা। তবে বিএনপি এই নির্বাচন নিয়ে নির্বিকার। তফসিল ঘোষণার পরপর মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা ফেসবুক প্রচারণায় নেমে পড়েছেন। কেউ সংবাদ সম্মেলন করে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। গতকাল এক ব্যবসায়ী নেতার সমর্থকরা তার মনোনয়ন দাবি করেছেন। কেউ কেউ কেন্দ্রে লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন। মনোনয়নপ্রত্যাশীর তালিকায় আছেন বর্তমান প্রশাসক ও সাবেক চেয়ারম্যান নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান বাবলু, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, জেলা পরিষদের সাবেক প্রশাসক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য, জনসংখ্যা ও পরিবারকল্যাণ সম্পাদক ডা. এ বি এম খোরশেদ আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল মান্নান জয়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসার প্রমুখ। বর্তমান প্রশাসক আবু তাহের বলেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমার বাকি কাজ সম্পন্ন করতে আবারও সুযোগ চাইব। মনোনয়ন চাইব আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার কাজের মূল্যায়ন করবেন। ড. আবদুল মান্নান জয় বলেন, জীবনভর বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে পরিচালিত করেছি। শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারব। ডা. এ বি এম খোরশেদ আলম বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করছি। চিকিৎসা পেশা দিয়ে মানুষকে সেবা দিচ্ছি। এবার আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে মানুষের জন্য আরও বেশি কাজের সুযোগ দিবেন বলে আশা করছি। আতিক উল্লাহ খোকন বলেন, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতি করছি। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সম্মতি নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার রাজনৈতিক অবদানকে মূল্যায়ন করবেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, মনোনয়ন প্রত্যাশী সবাই একই দলের নেতা। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি বলেন, যারা মনোনয়নপ্রত্যাশী তাদের সবাই মনোনয়ন পাওয়ার যোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন