কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ডজনখানেক আওয়ামী লীগ নেতা। তবে বিএনপি এই নির্বাচন নিয়ে নির্বিকার। তফসিল ঘোষণার পরপর মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা ফেসবুক প্রচারণায় নেমে পড়েছেন। কেউ সংবাদ সম্মেলন করে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। গতকাল এক ব্যবসায়ী নেতার সমর্থকরা তার মনোনয়ন দাবি করেছেন। কেউ কেউ কেন্দ্রে লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন। মনোনয়নপ্রত্যাশীর তালিকায় আছেন বর্তমান প্রশাসক ও সাবেক চেয়ারম্যান নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান বাবলু, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, জেলা পরিষদের সাবেক প্রশাসক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য, জনসংখ্যা ও পরিবারকল্যাণ সম্পাদক ডা. এ বি এম খোরশেদ আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল মান্নান জয়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসার প্রমুখ। বর্তমান প্রশাসক আবু তাহের বলেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমার বাকি কাজ সম্পন্ন করতে আবারও সুযোগ চাইব। মনোনয়ন চাইব আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার কাজের মূল্যায়ন করবেন। ড. আবদুল মান্নান জয় বলেন, জীবনভর বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে পরিচালিত করেছি। শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারব। ডা. এ বি এম খোরশেদ আলম বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করছি। চিকিৎসা পেশা দিয়ে মানুষকে সেবা দিচ্ছি। এবার আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে মানুষের জন্য আরও বেশি কাজের সুযোগ দিবেন বলে আশা করছি। আতিক উল্লাহ খোকন বলেন, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতি করছি। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সম্মতি নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার রাজনৈতিক অবদানকে মূল্যায়ন করবেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, মনোনয়ন প্রত্যাশী সবাই একই দলের নেতা। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি বলেন, যারা মনোনয়নপ্রত্যাশী তাদের সবাই মনোনয়ন পাওয়ার যোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন।
শিরোনাম
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মনোনয়নপ্রত্যাশী একডজন নেতা
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর