কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ডজনখানেক আওয়ামী লীগ নেতা। তবে বিএনপি এই নির্বাচন নিয়ে নির্বিকার। তফসিল ঘোষণার পরপর মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা ফেসবুক প্রচারণায় নেমে পড়েছেন। কেউ সংবাদ সম্মেলন করে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। গতকাল এক ব্যবসায়ী নেতার সমর্থকরা তার মনোনয়ন দাবি করেছেন। কেউ কেউ কেন্দ্রে লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন। মনোনয়নপ্রত্যাশীর তালিকায় আছেন বর্তমান প্রশাসক ও সাবেক চেয়ারম্যান নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান বাবলু, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, জেলা পরিষদের সাবেক প্রশাসক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য, জনসংখ্যা ও পরিবারকল্যাণ সম্পাদক ডা. এ বি এম খোরশেদ আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল মান্নান জয়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসার প্রমুখ। বর্তমান প্রশাসক আবু তাহের বলেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমার বাকি কাজ সম্পন্ন করতে আবারও সুযোগ চাইব। মনোনয়ন চাইব আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার কাজের মূল্যায়ন করবেন। ড. আবদুল মান্নান জয় বলেন, জীবনভর বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে পরিচালিত করেছি। শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারব। ডা. এ বি এম খোরশেদ আলম বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করছি। চিকিৎসা পেশা দিয়ে মানুষকে সেবা দিচ্ছি। এবার আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে মানুষের জন্য আরও বেশি কাজের সুযোগ দিবেন বলে আশা করছি। আতিক উল্লাহ খোকন বলেন, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতি করছি। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সম্মতি নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার রাজনৈতিক অবদানকে মূল্যায়ন করবেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, মনোনয়ন প্রত্যাশী সবাই একই দলের নেতা। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি বলেন, যারা মনোনয়নপ্রত্যাশী তাদের সবাই মনোনয়ন পাওয়ার যোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন।
শিরোনাম
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা