কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ডজনখানেক আওয়ামী লীগ নেতা। তবে বিএনপি এই নির্বাচন নিয়ে নির্বিকার। তফসিল ঘোষণার পরপর মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা ফেসবুক প্রচারণায় নেমে পড়েছেন। কেউ সংবাদ সম্মেলন করে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। গতকাল এক ব্যবসায়ী নেতার সমর্থকরা তার মনোনয়ন দাবি করেছেন। কেউ কেউ কেন্দ্রে লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন। মনোনয়নপ্রত্যাশীর তালিকায় আছেন বর্তমান প্রশাসক ও সাবেক চেয়ারম্যান নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান বাবলু, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, জেলা পরিষদের সাবেক প্রশাসক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য, জনসংখ্যা ও পরিবারকল্যাণ সম্পাদক ডা. এ বি এম খোরশেদ আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল মান্নান জয়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসার প্রমুখ। বর্তমান প্রশাসক আবু তাহের বলেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমার বাকি কাজ সম্পন্ন করতে আবারও সুযোগ চাইব। মনোনয়ন চাইব আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার কাজের মূল্যায়ন করবেন। ড. আবদুল মান্নান জয় বলেন, জীবনভর বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে পরিচালিত করেছি। শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারব। ডা. এ বি এম খোরশেদ আলম বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করছি। চিকিৎসা পেশা দিয়ে মানুষকে সেবা দিচ্ছি। এবার আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে মানুষের জন্য আরও বেশি কাজের সুযোগ দিবেন বলে আশা করছি। আতিক উল্লাহ খোকন বলেন, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতি করছি। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সম্মতি নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার রাজনৈতিক অবদানকে মূল্যায়ন করবেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, মনোনয়ন প্রত্যাশী সবাই একই দলের নেতা। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি বলেন, যারা মনোনয়নপ্রত্যাশী তাদের সবাই মনোনয়ন পাওয়ার যোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন।
শিরোনাম
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
মনোনয়নপ্রত্যাশী একডজন নেতা
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর