রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

২৭ হাজার বাগানির সবুজ উৎসব

কুমিল্লা প্রতিনিধি

বাগান, ছাদকৃষি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক অনলাইনভিত্তিক কুমিল্লার প্রথম সংগঠন কুমিল্লা গার্ডেনার্স সোসাইটি। এর সদস্য সংখ্যা ২৭ হাজারের বেশি। তারা নিজেদের মধ্যে বিনামূল্যে কাটিং, বীজ, চারা বিনিময় করেন। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে গত শুক্রবার সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে মিলনমেলা ও গ্রিন শেয়ারিং অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের মধ্যে তিন হাজারের বেশি কাটিং, বীজ ও চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী ও পরিবেশ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক মোসাম্মত শওকত আরা কলি। মোহাম্মদ আলী বলেন, গাছ না থাকলে পশু, পাখি, নদী থাকবে না। সাঙ্গু ও গোমতীসহ বিভিন্ন নদীর পানি কমে যাওয়ার কারণ তার উৎপত্তিস্থল পাহাড়ে গাছ কমে যাচ্ছে। কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির সবুজ রক্ষার আন্দোলনকে স্বাগত জানাই। শওকত আরা কলি বলেন, পৃথিবীটাকে যদি একটি গ্রাম ধরা হয়। সেই গ্রাম বসবাসের উপযোগী রাখতে নিয়মিত গাছ লাগাতে হবে।

সর্বশেষ খবর