শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
এসএসসির প্রশ্ন ফাঁস

প্রধান আসামির তিন দিনের রিমান্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে এসএসসি প্রশ্নপত্র ফাঁসের মামলায় প্রধান আসামি ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় অন্য আসামিদের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন আলীর আদালতে রিমান্ডের শুনানি হয়। এর আগে ২২ সেপ্টেম্বর গ্রেফতার ছয় আসামির পক্ষে এই আদালতে জামিন ও রিমান্ডের আবেদন করলে আদালত ২৯ সেপ্টেম্বর উভয় বিষয়ে শুনানির দিন ধার্য করেন। প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত পাঁচজন শিক্ষক এবং একজন অফিস সহায়ককে গ্রেফতার করেছে পুলিশ।

সর্বশেষ খবর