বুধবার, ২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ

নোয়াখালী প্রতিনিধি

নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ

নোয়াখালীতে নারীর প্রতি সংঘটিত সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। এ সংক্রান্ত তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) এক নাগরিক প্রতিবেদন দাখিল করে প্রেস ব্রিফিং করেছে নোয়াখালী নারী অধিকার জোট। গত তিন মাসে জেলায় ৩৯টি সহিংসতার ঘটনা তুলে ধরেছে তারা। এর মধ্যে ২৬ জন নারী, শিশু ও কিশোরী ধর্ষণের কথা উল্লেখ করা হয়েছে। গতকাল নোয়াখালী প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিং জেলা নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় তারা জেলায় সংঘটিত গত তিন মাসের সহিংসতার চিত্র তুলে ধরেন এবং উদ্বেগ প্রকাশ করেন। গত তিন মাসে নোয়াখালীতে ২৬ জন নারী, শিশু ও কিশোরী ধর্ষণের শিকার, সেনবাগের একটি মাদরাসায় ১০ শিশু বলাৎকারের শিকার, তিনজন কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, সাতজন নারীকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব ঘটনায় মামলা হয়েছে ২৯টি, গ্রেফতার হয়েছে ১৯ জন। তারা এ সহিংসতার ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং রাজনৈতিক জনপ্রতিনিধিদের দায়ী করেন।

সর্বশেষ খবর