নাটোরের লালপুরে আলোচিত গরু চুরিকাণ্ডে আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার রঘুনাথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মান্নান রঘুনাথপুরের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান। তিনি বলেন, মারামারির মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় আবদুল মান্নান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর উপজেলার আড়বাব ইউনিয়নের চৌমুহনী আলতাব আলীর বাড়ি থেকে একটি গরু চুরি হয়। এ ঘটনায় পাঁচজনকে শনাক্ত করে স্থানীয়রা। বিষয়টি টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ নেতা। দফায় দফায় টাকা দাবি করায় চোরদের সঙ্গেই ওই আওয়ামী লীগ নেতার বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরে রঘুনাথপুর বাজারে চোরদের মারধরের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। মারধরের মামলায় মান্নানকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।