সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কুড়িগ্রাম এক্সপ্রেসের রাজস্ব ফাঁকির অভিযোগ!

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট রেলওয়ে বিভাগের অধীনে চালু হওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ তিন বছরেও খাবার গাড়ি লিজ হয়নি। ফলে তৎকালীন রেলওয়ের উচ্চপদস্থ তিন কর্মকর্তা বর্তমানে অবসরে গেলেও তারাই পরিচালনা করছেন এ গাড়ির খাবারের হোটেল। খাবারে যাত্রীদের কাছ থেকে গলাকাটা দাম নেওয়া হলেও সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব আয়। জানা গেছে, লালমনিরহাট রেল বিভাগের আওতাধীনে প্রতিদিন চলাচল করছে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস। এসব ট্রেনের খাবার গাড়ি বার্ষিক লিজ দিয়ে রাজস্ব আদায় করছে সরকার। প্রতি বছর রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনের খাবার গাড়ি দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দর-দাতার নামে বার্ষিক লিজে বরাদ্দ দেন। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটির জন্মলগ্ন থেকে খাবার গাড়ির কোনো দরপত্র আহ্বান করা হয়নি। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আবদুস সালাম বলেন, সদ্য যোগদান করায় কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবার গাড়ির বিষয়টি আমার জানা নেই। পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবার গাড়ি রেলওয়ে পরিচালনা করছে।

সর্বশেষ খবর