বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাইস ট্রান্সপ্লান্টারে বোরো চারা রোপণ

নাটোর প্রতিনিধি

সিংড়া পৌরসভার ৫০ একর জমিতে চলিত বছর হাইব্রিড জাতের বোরো ধান চাষের প্রকল্প নিয়েছে জেলা কৃষি বিভাগ। গতকাল চাষাবাদ ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষি কাজে যন্ত্রের ব্যবহার বাড়িয়ে কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলসভাবে কাজ করছে। এর অংশ হিসেবে ২০২২-২৩ অর্থবছরের বোরো মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলা  সিংড়া পৌরসভার ৫০ জন প্রান্তিক কৃষককে উদ্বুদ্ধ করে আধুনিক পদ্ধতিতে হাইব্রিড জাতের বোরো চাষের প্রকল্প নিয়েছে। কৃষকদের মাঝে ইউরিয়া ৪ হাজার ৫০০ কেজি, ডিএপি ৩ হাজার কেজি, এমওপি ২ হাজার ৫০০ কেজি ও ১ মাস আগে বীজ বপনের জন্য হাইব্রিড ধানের বীজ ৩০০ কেজি প্রদান করা হয়।

সর্বশেষ খবর