শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শেখ হাসিনার আমলে কেউ গৃহহীন থাকবে না : শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে থাকবেন ততদিন একটি মানুষও না খেয়ে মারা যাবে না। প্রতিটি মানুষ ঘর পাবে, বাসস্থান পাবে। কেউ গৃহহীন থাকবে না। স্বাধীনতার মাত্র দুই মাসের মাথায় জাতির পিতা গৃহহীন-ভূমিহীনদের পুনর্বাসনে কাজ শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যেই দেড় লক্ষাধিক পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া চলমান রয়েছে। শরীয়তপুরের সখিপুরে আওয়ামী লীগ ও উপমন্ত্রীর রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল অসহায় ২৫ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় প্রত্যেককে দুই বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম এ কাইউম, সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার প্রমুখ।

সর্বশেষ খবর