রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গলাচিপায় ঐতিহ্যবাহী দয়াময়ী মেলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় মাঘি সপ্তমী উপলক্ষে ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী দয়াময়ী মেলা বসেছে। উপজেলার সুতাবাড়িয়া গ্রামে গতকাল ভোরে মেলার কার্যক্রম শুরু হয়। সকাল থেকে ঢাক-ঢোল, শঙ্খসহ বিভিন্ন বাদ্য-বাজনা ও হাজার হাজার দর্শনার্থীর পদচারণে মুখর হয় মেলা প্রাঙ্গণ। রঙ-বেরঙের খেলনার দোকান, স্বহস্তে তৈরি বুনন শিল্পসামগ্রী, গৃহস্থালির ব্যবহার্য তৈজষপত্র, মাটির বাসনকোসন, মিষ্টি সামগ্রী, খাবার দোকানের পসরা বসে।

দয়াময়ী মন্দিরের পুরোহিত বিধান গাঙ্গুলী জানান, মানতের পূজো দিতে অনেক ভক্ত এই দিন এখানে মিলিত হন। মাথা মুণ্ডন করেন। মন্দিরে হয় বলিদান। তবে নদী ভাঙনের ফলে স্থান সংকুলান না হওয়ায় মেলায় আসা মানুষদের দাঁড়িয়ে থেকে কষ্ট করতে হচ্ছে।

তিনি বলেন, মেলাটি এ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষের আনন্দের খোরাক।

সর্বশেষ খবর