মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অনুমোদন ছাড়াই জৈব সার তৈরি ও বিক্রির দায়ে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় অনুমোদন ছাড়াই জৈব সার তৈরি ও মোড়কজাত করে বাজারে বিক্রির অপরাধে ‘রওশন ট্রাইকো জৈব সার’ কারখানার মালিককে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ ধারায় ২০ হাজার টাকা জরিমানা, ২৯ বস্তা সার জব্দ ও রেজিস্ট্রেশন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামের আমতলী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ কারখানায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার। জানা যায়, অনুমোদন ছাড়াই এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরকে না জানিয়ে অবৈধভাবে জৈব সার তৈরি, প্যাকেটজাতে বাজারজাত করে আসছিলেন প্রতিষ্ঠানটি। এটি ট্রাইকো জৈব সার নামে বিক্রি করলেও ছিল না উৎপাদনের প্রয়োজনীয় কোনো উপকরণ। এসব সার উপজেলা ছাড়াও অন্যান্য উপজেলাতেও কয়েক মাস ধরে বিক্রি করে আসছিলেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

এ বিষয়ে খানসামার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, কৃষি মন্ত্রণালয়ের নিবন্ধন ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জৈব সার উৎপাদন, মোড়কজাত করে বাজারজাত করতে পারবে না। ওই কারখানার মালিক রওশন ট্রাইকো জৈব সার নামে মোড়কজাত করে বিক্রি করছেন, কিন্তু কৃষি মন্ত্রণালয়ের নিবন্ধন নেই। যা আইনত দন্ডনীয় অপরাধ। তাই প্রশাসন ও কৃষি বিভাগ অভিযান চালিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর