সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভারতে মাছ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারতে মাছ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার

দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও শুরু হচ্ছে মাছ রপ্তানি। ভারতের  বিভিন্ন বন্দর দিয়ে বিদেশ থেকে মাছ, শুঁটকি, মাংস ও ফুড জাতীয় খাদ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আজ থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও মাছ রপ্তানি শুরু হবে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার ফলে ১ ফেব্রুয়ারি থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় মাছ রপ্তানি বন্ধ ছিল। এর আওতায় বাংলাদেশ থেকে ভারতে মাছ রপ্তানির বিষয়টি রাজ্য সরকারের নজরে এলে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে অনুরোধ জানানো হয় আগরতলা আইসিপিকে যেন এই তালিকার বাইরে রাখা হয়। রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলে নিষেধাজ্ঞার তালিকা থেকে রাজ্যকে বাদ রাখার আহ্বান জানান। মন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের তরফে আখাউড়া স্থলবন্দর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে আজ থেকে মাছ রপ্তানি শুরু হবে। এতে মাছ ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ী এবং শ্রমিকরা তাদের কর্মসংস্থান ফিরে পাবে। আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট সামাউল ইসলাম জানান, এই স্থলবন্দরটি রপ্তানিমুখী। বেশির ভাগই মাছ রপ্তানি হয়। কিন্তু ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া খাদ্য নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত মাছ আমদানি বন্ধ রাখেন ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ। এরপর থেকে দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে ও রাজ্য সরকারের অনুরোধে ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া এই বন্দর দিয়ে মাছ আমদানি নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনরায় মাছ রপ্তানির অনুমোদন দেই।

মাছ রপ্তানি শুরু হলে বন্দরে রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ টন মাছ ভারতের ত্রিপুরা রাজ্যসহ আশপাশের সাতটি রাজ্যে রপ্তানি হয়। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য আড়াই মার্কিন ডলার। প্রতিদিন গড়ে ১ লাখ ডলারের মাছ রপ্তানি হয়।

সর্বশেষ খবর