সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সাইবার অপরাধকে লাল কার্ড দেখাল দুই শতাধিক শিক্ষার্থী

সাতক্ষীরা প্রতিনিধি

সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার দৃঢ় প্রত্যয়ে সাইবার অপরাধকে লাল কার্ড দেখাল সাতক্ষীরার তালার দুই শতাধিক শিক্ষার্থী। গতকাল দুপুরে তালা শিল্পকলা একাডেমির হলরুমে আমরা বন্ধু ফাউন্ডেশন আয়োজিত শিক্ষার্থী সমাবেশে সাইবার অপরাধ প্রতিরোধে তারা এ লাল কার্ড প্রদর্শন করে। ‘সাইবার অপরাধ প্রতিরোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ সেøাগান সামনে রেখে অনুষ্ঠিত সমাবেশে সাইবার অপরাধ নির্মূলে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি চৌধুরী রেজাউল করিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউপি চেয়্যারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম প্রমুখ।

 জেলা পরিষদের সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী প্রমুখ। বক্তারা বলেন, ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ স্মার্ট হচ্ছে। আমরা ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারি। প্রতারকরা ইন্টারনেটের মাধ্যমে মানুষকে হয়রানি করছে, বিপদে ফেলছে, অনেক ক্ষেত্রে মৃত্যু মুখে পতিত করছে। এজন্য সাইবার অপরাধ প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে, অন্যদের সচেতন করতে হবে।  অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইন্টারনেটকে খারাপ কাজে ব্যবহার না করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সর্বশেষ খবর