কুমিল্লার মনোহরগঞ্জে শাহজাহান শাহিন (৫৫) নামে এক ইউপি সদস্য বিষপান করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সামাজিক একটি ঘটনা সমাধান করা নিয়ে মানসিক অস্থিরতায় ভুগছিলেন তিনি। এর জেরে শাহিন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে স্থানীয়রা জানান। শাহজাহান শাহিন উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। জানা যায়, রবিবার দুপুরে শাহজাহান শাহিন বাড়ির পাশে খোলা জায়গায় বিষপান করে ঘরে এসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকালে মারা যান তিনি।
হাসনাবাদ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, শাহিন মেম্বার বিষপান করে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি একজন সৎ মানুষ ছিলেন। মানুষের বিপদে সবসময় এগিয়ে যেতেন। আমরা একজন যোগ্য ও সৎ ব্যক্তিকে হারালাম।