নাটোরের গুরুদাসপুরের সোনাবাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাখা হয়েছে রাস্তার কাজের নির্মাণসামগ্রী। বালুমিশ্রিত পাথর, বালু ও পাথরের খোয়া রাখায় স্কুলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন এসব সামগ্রী ফেলে রাখায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষক ও এলাকাবাসী জানান, প্রায় এক মাস বিদ্যালয় মাঠে নির্মাণসামগ্রী ফেলে রেখেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিংকি কনস্ট্রাকশানের স্বত্বাধিকারী আশফাক জেমস। মাঠজুড়ে ছড়িয়ে পড়েছে পাথরের টুকরো। শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চা ব্যাহত হচ্ছে। মাঠের বালু ও পাথরের ধুলোয় পড়াশোনার পরিবেশ বিনষ্ট হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্মাণসামগ্রী সরিয়ে নিতে বললেও তা আমলে নিচ্ছেন না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, স্কুল মাঠে নির্মাণসামগ্রী রাখতে নিষেধ করা হয়েছিল। বাধাও দিয়েছি। তারা মানেননি। বালু ও পাথরের কারণে শিক্ষার্থীসহ আমাদেরও বিভিন্ন সমস্যা হচ্ছে। উপজেলা প্রকৌশলী মিলন মিয়া বলেন, সোনাবাজু থেকে নাজিরপুরমুখী ছয় কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য বিদ্যালয় মাঠে নির্মাণসামগ্রী রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে সেগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। ঠিকাদার জেমস মুঠোফোনে জানান, রাস্তা সংস্কার সরকারি কাজ। জায়গা না পাওয়ায় সরকারি রাস্তা সংস্কার কাজের নির্মাণসামগ্রী ওই বিদ্যালয় মাঠে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন, সমস্যা সমাধান করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
- সরাইলে দক্ষ সমবায়ী গঠনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ
- সিলেটে আওয়ামী লীগ নেতা খুন: ছেলে ৩ দিনের রিমান্ডে
- সত্যিই কি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে চীন ও পাকিস্তান?
- বরিশালে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির হার ৯০ শতাংশ
- বিজয় হত্যা মামলা: সাবেক এমপি মিল্লাতসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
- গাইবান্ধায় বিএনপির উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২৬২
- মেহেরপুরে সদর উপজেলার উদ্যোগে বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ
- কমলা হ্যারিসকে প্রার্থী করা ভুল ছিল: জর্জ ক্লুনি
- এআই পাওয়ারহাউস হবে সৌদি আরব, ১ ট্রিলিয়ন ডলারে বানাচ্ছে ডেটা সেন্টার
- দিনাজপুরে দ্বিতীয় দিনেও সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান
- স্পেনের অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নজিরবিহীন বিচার শুরু
- নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভার নির্দেশ ইসির
- বাজুসের নতুন প্রেসিডেন্ট এনামুল হক খান
- কুমিল্লায় গাঁজার প্যাকেটে মিলল ২ ভারতীয় পিস্তল
- ভেনেজুয়েলায় যুদ্ধে জড়াচ্ছে না যুক্তরাষ্ট্র, তবে মাদুরোর দিন শেষ: ট্রাম্প
- রাশিয়ার সহায়তায় নতুন আটটি পারমাণু স্থাপনা নির্মাণ করছে ইরান
- ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫
স্কুল মাঠে নির্মাণসামগ্রী ভোগান্তিতে শিক্ষার্থীরা
নাটোর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর