দীর্ঘ ১৯ বছর পর আজ রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। জেলার শহীদ খুশি রেলওয়ে মাঠে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই সম্মেলন হতে যাচ্ছে। জেলা যুবলীগের সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে ক্ষমতাসীন দলের যুবসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। পদপ্রত্যাশীদের বর্ণিল প্রচার-প্রচারণা, ব্যানার, বিলবোর্ডে ছেয়ে গেছে সড়ক ও সম্মেলনের স্থল। জেলা যুবলীগের সভাপতি হতে আটজন এবং সাধারণ সম্পাদক হতে ১০ জন কেন্দ্রীয় কমিটির কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। যুবলীগের পদপ্রত্যাশীরা বলছেন, রাজবাড়ীতে যুবলীগের ছয়টি ইউনিট রয়েছে।
সম্মেলনে ১৭৮ জন কাউন্সিলর ও ১০ হাজার ডেলিগেটর উপস্থিত থাকবেন। জানা গেছে, সম্মেলনে সভাপতি ও সম্পাদকসহ বেশ কয়েকটি পদ স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে সম্মেলনস্থল থেকে ঘোষণা করা হতে পারে।