রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রেলস্টেশনে এক মাসেও আসেনি নির্দেশনাপত্র

বন্যপ্রাণী রক্ষায় লাউয়াছড়ায় ট্রেনের গতি হ্রাস

শ্রীমঙ্গল প্রতিনিধি

রেললাইনে কাটা পড়ে বন্যপ্রাণীর মৃত রোধে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে চলাচল করা ট্রেনের গতি ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। গত ১৯ জানুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়ে সিদ্ধান্তটি রেলওয়ে মহাপরিচালককে জানানো হয়। চিঠির অনুলিপি দেওয়া হয় পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়কেও। এই নির্দেশনাপত্র বন অধিদফতর থেকে ১৮ ফেব্রুয়ারি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগ মৌলভীবাজার কার্যালয়ে আসে। নির্দেশনাটি এক মাসেও শ্রীমঙ্গল ও কমলগঞ্জ স্টেশনে না আসায় ট্রেন চলছে আগের গতিতেই। রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব তৌফিক ইমাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে বন্যপ্রাণীর মৃত্যু রোধ ও এদের জীবনযাত্রা নির্বিঘ্ন করার জন্য ওই এলাকা দিয়ে চলাচলকারী সব ট্রেনের গতিসীমা ২০ কিলোমিটারের মধ্য রাখতে হবে। জানা যায়, ২০২২ সালের নভেম্বরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয় থেকে ট্রেনের গতি হ্রাস করার জন্য বন সংরক্ষকে চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়, লাউয়াছড়া জাতীয় উদ্যান শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সংরক্ষিত বন। এই উদ্যানের ভিতর দিয়ে রেল ও সড়কপথ থাকায় প্রায়ই দুর্ঘটনায় মারা যাচ্ছে বন্যপ্রাণী। বিশেষ করে রাতে রেললাইন পারাপারের সময় বন্যপ্রাণীর মৃত্যু বেশি ঘটছে। এছাড়া ট্রেনের বিকট শব্দে প্রাণীদের স্বাভাবিক জীবনযাত্রা, প্রজনন ও চলাচলে বিঘ্ন ঘটছে। জানা যায়, গত পাঁচ বছরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনে কাটা পড়ে ৩৫টি প্রাণী মারা গেছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখায়াত হোসেন বলেন, ২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা আমরা এখনো পাইনি। বর্তমানে আন্তঃনগর ট্রেন ৫০ কিমি এবং মালগাড়ি ও লোকাল ট্রেন ঘণ্টায় ৩০ কিমি গতিতে লাউয়াছড়া বনের ভিতর দিয়ে চলাচল করছে।

 

সর্বশেষ খবর