বান্দরবানে সেনা সদস্যদের ওপর কুকিচিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলিবর্ষণে নিহত সেনা সদস্য মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গতকাল সেনাসদস্য নাজিম উদ্দিনের লাশ নগরীর ঘাঘট পাড়া বাসভবনে নিয়ে আসা হয়। অত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ শত শত মানুষ ভিড় জমায় নাজিম উদ্দিনের বাড়িতে। সকালে হেলিকপ্টারে নিজাম উদ্দিনের লাশ রংপুর ক্যান্টনমেন্টে আনা হয়। পরে সেনানিবাস থেকে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে তার গ্রামে আনা হয়। বাদ জোহর কোর্ট পাড়া জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।