পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল আকন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাকিল ওই গ্রামের মোশারফ আকনের ছেলে। তার এই বছর লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে গরুর ঘরে বিদ্যুৎ সংযোগ ঠিক করার সময় শাকিল বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জসীম জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু হয়েছে।