নাশকতা মামলায় বাগেরহাটের মোংলায় বিএনপি ও জামায়াতের ছয়জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে মোংলা পৌরসভা ও মিঠাখালী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গতকাল দুপুরে একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠান। গ্রেফতাররা হলেন- মাংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপির কর্মী শেখ শফিকুল ইসলাম, শেখ জিয়াউর রহমান ও উপজেলার জামায়াত নেতা ওমর ফারুক, লুৎফর আমিন ও মুজাহিদ শেখ। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, হয়রানি করতে মিথ্যা মামলা সাজিয়ে বিএনপির তিন নেতা-কর্মীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি অবিলম্বে সাজানো মামলা প্রত্যাহারসহ গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। মোংলা থানার ওসি মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। জানান, রবিবার রাতে মোংলা পৌরসভা ও মিঠাখালী ইউনিয়ন থেকে বিএনপি ও জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।