সুনামগঞ্জের ছাতকে উপজেলা যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে গতকাল রাত ৯টার দিকে ছাতক থানায় মামলাটি করেন। আসামিরা হলেন- উপজেলা যুবলীগ নেতা আবদুল কুদ্দুছ শিবলু, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, তানভীর রহমান, সাদমান মাহমুদ সানি, আলাউদ্দিন, আবুল খয়ের টুটুল, তাজ উদ্দিন, মিজান মিয়া, আবদুল মতিন, শামসুল ইসলাম, মিলন মিয়া, এশাদ আলী, সায়মন, মহসিন ও সৌর। এদিকে লায়েক হত্যার প্রতিবাদে গতকাল বিকালে উপজেলা সদরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন, লায়েক হত্যার ঘটনায় তার ভাইয়ের করা মামলা রেকর্ড করা হয়েছে।