পলেস্তারা খসে বেরিয়ে পড়েছে ভিমের রড। দেওয়ালের বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল। পরিত্যক্ত ঘোষিত এমন ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন অবস্থা। বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ ও একটি স্টোররুম বিশিষ্ট একতলা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্য কোনো শ্রেণিকক্ষ না থাকায় ওই ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিশু শিক্ষার্থীরা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ইতোমধ্যে কয়েকবার পলেস্তারা খসে পড়েছে কয়েক শিক্ষার্থীর ওপর। নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ে দিন দিন কমছে ছাত্র-ছাত্রী। জানা যায়, ১৯৪৭ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়ে ১৯৭৩ সালে জাতীয়করণ হয়। আগের স্থাপনা ভেঙে ১৯৯৪ সালে ৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে তিনটি শ্রেণি বিশিষ্ট একতলা ভবনটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ২২ বছরের মাথায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ভবনটি। এর মধ্যে দুইবার মেরামত করা হলেও অবস্থা হয়ে পড়ে আরও নাজুক। সরেজমিন দেখা যায়, বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে। ভিমের অনেক জায়গায় রড বেরিয়ে গেছে। দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। এ ছাড়া বিদ্যালয়টিতে নেই সীমানা প্রাচীর। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সোহাগ মোল্যা জানায়, ‘ক্লাস চলাকালে বই রেখে ছাদের দিকে তাকিয়ে থাকতে হয় কখন জানি ওপর থেকে ইট-সিমেন্ট খসে পড়ে। সব সময় ভয় কাজ করে।’ পঞ্চম শ্রেণির মাসুরা খানম জানায়, আতঙ্কের মধ্যে ক্লাস করি। মাঝেমধ্যেই ছাদের দিকে তাকিয়ে থাকতে হয়। সহকারী শিক্ষক নওয়াব আলী বলেন, পরিত্যক্ত ভবনটি শ্রেণি কার্যক্রম চালানোর অনুপযোগী। শিক্ষার্থীদের বসানো ঝুঁকিপূর্ণ। ঝড়বৃষ্টির সময় বেশি ভয়ে থাকতে হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া বলেন, আমি এবং ইউএনও মহোদয় সরেজমিন পরিদর্শন করেছি। আপাতত জরাজীর্ণ ভবনে ক্লাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, অগ্রাধিকার ভিত্তিতে নতুন ভবনের জন্য শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে।
শিরোনাম
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন