পলেস্তারা খসে বেরিয়ে পড়েছে ভিমের রড। দেওয়ালের বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল। পরিত্যক্ত ঘোষিত এমন ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন অবস্থা। বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ ও একটি স্টোররুম বিশিষ্ট একতলা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্য কোনো শ্রেণিকক্ষ না থাকায় ওই ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিশু শিক্ষার্থীরা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ইতোমধ্যে কয়েকবার পলেস্তারা খসে পড়েছে কয়েক শিক্ষার্থীর ওপর। নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ে দিন দিন কমছে ছাত্র-ছাত্রী। জানা যায়, ১৯৪৭ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়ে ১৯৭৩ সালে জাতীয়করণ হয়। আগের স্থাপনা ভেঙে ১৯৯৪ সালে ৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে তিনটি শ্রেণি বিশিষ্ট একতলা ভবনটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ২২ বছরের মাথায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ভবনটি। এর মধ্যে দুইবার মেরামত করা হলেও অবস্থা হয়ে পড়ে আরও নাজুক। সরেজমিন দেখা যায়, বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে। ভিমের অনেক জায়গায় রড বেরিয়ে গেছে। দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। এ ছাড়া বিদ্যালয়টিতে নেই সীমানা প্রাচীর। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সোহাগ মোল্যা জানায়, ‘ক্লাস চলাকালে বই রেখে ছাদের দিকে তাকিয়ে থাকতে হয় কখন জানি ওপর থেকে ইট-সিমেন্ট খসে পড়ে। সব সময় ভয় কাজ করে।’ পঞ্চম শ্রেণির মাসুরা খানম জানায়, আতঙ্কের মধ্যে ক্লাস করি। মাঝেমধ্যেই ছাদের দিকে তাকিয়ে থাকতে হয়। সহকারী শিক্ষক নওয়াব আলী বলেন, পরিত্যক্ত ভবনটি শ্রেণি কার্যক্রম চালানোর অনুপযোগী। শিক্ষার্থীদের বসানো ঝুঁকিপূর্ণ। ঝড়বৃষ্টির সময় বেশি ভয়ে থাকতে হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া বলেন, আমি এবং ইউএনও মহোদয় সরেজমিন পরিদর্শন করেছি। আপাতত জরাজীর্ণ ভবনে ক্লাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, অগ্রাধিকার ভিত্তিতে নতুন ভবনের জন্য শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে।
শিরোনাম
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম