পলেস্তারা খসে বেরিয়ে পড়েছে ভিমের রড। দেওয়ালের বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল। পরিত্যক্ত ঘোষিত এমন ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন অবস্থা। বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ ও একটি স্টোররুম বিশিষ্ট একতলা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্য কোনো শ্রেণিকক্ষ না থাকায় ওই ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিশু শিক্ষার্থীরা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ইতোমধ্যে কয়েকবার পলেস্তারা খসে পড়েছে কয়েক শিক্ষার্থীর ওপর। নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ে দিন দিন কমছে ছাত্র-ছাত্রী। জানা যায়, ১৯৪৭ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়ে ১৯৭৩ সালে জাতীয়করণ হয়। আগের স্থাপনা ভেঙে ১৯৯৪ সালে ৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে তিনটি শ্রেণি বিশিষ্ট একতলা ভবনটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ২২ বছরের মাথায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ভবনটি। এর মধ্যে দুইবার মেরামত করা হলেও অবস্থা হয়ে পড়ে আরও নাজুক। সরেজমিন দেখা যায়, বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে। ভিমের অনেক জায়গায় রড বেরিয়ে গেছে। দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। এ ছাড়া বিদ্যালয়টিতে নেই সীমানা প্রাচীর। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সোহাগ মোল্যা জানায়, ‘ক্লাস চলাকালে বই রেখে ছাদের দিকে তাকিয়ে থাকতে হয় কখন জানি ওপর থেকে ইট-সিমেন্ট খসে পড়ে। সব সময় ভয় কাজ করে।’ পঞ্চম শ্রেণির মাসুরা খানম জানায়, আতঙ্কের মধ্যে ক্লাস করি। মাঝেমধ্যেই ছাদের দিকে তাকিয়ে থাকতে হয়। সহকারী শিক্ষক নওয়াব আলী বলেন, পরিত্যক্ত ভবনটি শ্রেণি কার্যক্রম চালানোর অনুপযোগী। শিক্ষার্থীদের বসানো ঝুঁকিপূর্ণ। ঝড়বৃষ্টির সময় বেশি ভয়ে থাকতে হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া বলেন, আমি এবং ইউএনও মহোদয় সরেজমিন পরিদর্শন করেছি। আপাতত জরাজীর্ণ ভবনে ক্লাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, অগ্রাধিকার ভিত্তিতে নতুন ভবনের জন্য শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে।
শিরোনাম
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’